ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কবিরহাটে ২৩০ বোতল স্পিরিটসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
কবিরহাটে ২৩০ বোতল স্পিরিটসহ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে অবৈধ ২৩০ বোতল রেকটিফাইড স্পিরিটসহ মো. সবুজ (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করেছে পুলিশ।  

বুধবার (১ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় হয়।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক সবুজ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের জসিম খোনারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মালিপাড়া এলাকায় একটি অটোরিকশার গতি রোধ করা হয়। এ সময় অটোরিকশাটিতে থাকা বাটু নামে এক মাদক কারবারি দৌড়ে পালিয়ে যান। পরে অটোরিকশাটি তল্লাশি করে অবৈধ ২৩০ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দসহ চালক সবুজকে আটক করা হয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আর পালিয়ে যাওয়া বাটু আটক সবুজের অটোরিকশায় মাদক বহন করে অবৈধ স্পিরিট বেচাকেনা করতেন। বাটুকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।