ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, আগস্ট ৩০, ২০২৫
রাজধানীতে শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে মারিয়া আক্তার (১২) নামের এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, তারা ধানমন্ডির ৯/১ নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় বসবাস করেন। প্রায় তিন মাস আগে মারিয়া তাদের বাসায় গৃহকর্মী হিসেবে যোগ দেয়। শনিবার দুপুরে বাজারে যাওয়ার সময় তাকে একা রেখে যান। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে দরজা নক করলেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খোলেন। ভেতরে গিয়ে দেখেন, মারিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

তৎক্ষণাৎ তাকে নিচে নামিয়ে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারিয়ার নানী জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলার খালশা গ্রামে। তার বাবার নাম মাসুদ ইসলাম। বর্তমানে তারা রাজধানীর রায়েরবাজার এলাকায় থাকেন। নানী জানান, গৃহকর্ত্রীর মাধ্যমে জানতে পারি মারিয়া গলায় ফাঁসি দিয়েছে, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে নাতনির লাশ দেখতে পান। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তারা বুঝতে পারছেন না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশু গৃহকর্মীর গলায় দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।