ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার একদিন পর মিলল শিশুর গলাকাটা মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, মার্চ ৬, ২০২৩
নিখোঁজ হওয়ার একদিন পর মিলল শিশুর গলাকাটা মরদেহ  প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে নিখোঁজ হওয়ার একদিন পর শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের সরকারের মোড় এলাকার একটি ধানক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

এলাকাবাসী জানায়, আগের দিন সন্ধ্যায় ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব। এরপর আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর না পাওয়ায় সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা এরশাদুল। শিহাব নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় টিভি মেকানিক হোসেন আলী তাঁর জমিতে পানি দেওয়ার সময় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম।

তিনি বলেন, শিশুটির গলা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।