ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাত কিশোরের মাথা ন্যাড়া করে দিল জনতা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
সাত কিশোরের মাথা ন্যাড়া করে দিল জনতা

জামালপুর: পিকনিক করতে ছাগল চুরির অপরাধে সাত কিশোরের মাথা ন্যাড়া করে দিয়েছে জনতা। এরপর তাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।

পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।  

বুধবার (৮ মার্চ) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে ঘটে এই ঘটনা।  

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো - বালিজুড়ী ইউনিয়নের আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লাজু মিয়া বলেন, বিকেলে সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল ওই সাত কিশোর। কিন্তু ছাগলের গলায় যে দড়ি ছিলো, তা মাইক্রোবাসের দরজা দিয়ে বের হয়েছিল। এ সময় স্থানীয়রা সেই দড়ি ঝুলে থাকতে দেখেন। তাদের সন্দেহ হলে টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে মাইক্রোবাসটি আটক করা হয়। লোকজন মাইক্রোবাসের দরজা খুলে ভেতরে দুটি ছাগল দেখতে পান। পরে তাদের মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করা হয়।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার বলেন, সাত কিশোরকে থানায় আনা হয়। যার ছাগল চুরি করা হয়েছিল তিনি কোনো অভিযোগ করেননি। আটকদের সবার বয়স ১৬ বছরের কম। তাই তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিকনিক করতে তারা ছাগল চুরি করেছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।