ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় এলেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ঢাকায় এলেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী  সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবিকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: ঢাকায় এসেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি।

শুক্রবার (১০ মার্চ) তিনি ঢাকায় পা রাখলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে  ফুল দিয়ে স্বাগত জানান।

সূত্র জানায়, সৌদি বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩’ -এ যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন।

আগামীকাল শনিবার (১১ মার্চ) ঢাকায় বিজনেস সামিটে যোগ দেবেন তিনি। এছাড়া তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১০,  ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।