কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির কামরুল হাসান রুবেল ও পুলিশ সদস্যরা।
অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও ট্রাক জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য
গোবিন্দপুর গ্রামে অন্যের বাড়ির পাশে কৃষি জমি নষ্ট করে মাটি কেটে আসছিল সাইফুল। খবর পেয়ে দুপুরের দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভেকু দিয়ে পুকুর খনন ও মাটি কাটার বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সাইফুলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাটি কাটা কাজে ব্যবহৃত ভেকু ও ট্রাক জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসআরএস