ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে আবাসিক হোটেলে পড়েছিল তরুণীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
ময়মনসিংহে আবাসিক হোটেলে পড়েছিল তরুণীর মরদেহ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার নিরালা রেষ্ট হাউজ থেকে অজ্ঞত (২০) এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।
 
শনিবার (১৮ মার্চ) দুপুর দুইটায় নগরীর বড় বাজার এলাকার নিরালা রেষ্ট হাউজ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেষ্ট হাউজ মালিক মো. মূসাকে আটক করেছে পুলিশ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: কামাল আকন্দ বাংলানিউজকে জানান, গত ১৪ মার্চ অজ্ঞাত এক তরুণ-তরুণী ভুয়া নাম ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা রেষ্ট হাউজে উঠে। এরপর ওই তরুণীটিকে গলাকেটে হত্যা করে মরদেহ বাথরুমে রেখে পালিয়ে যায় তরুণ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গেষ্ট হাউজের এক কর্মী ওই কক্ষটি পরিস্কার করতে গিয়ে দেখে বাথরুমে গলাকাটা অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে আছে।

এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে। তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেষ্ট হাউজে উঠেছিল, তা যাচাই-বাছাঁই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।