ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নিতাই নদী থেকে নুসরাত জাহান মিম (১১) নামে এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কলসিন্দুর গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত নুসরাত জাহান মিম স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কলসিন্দুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে।
এর আগে শনিবার (১৮ মার্চ) রাতে নিতাই নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, নুসরাতকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে নদীতে ফেলা দেওয়া হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এনএস
বাংলাদেশ সময়: ১:৪৫ পিএম, মার্চ ১৯, ২০২৩ /