ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রেলে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
রেলে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে সংগৃহীত ছবি

ঢাকা: আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয়েছে।



একইসাথে আগামী ১ এপ্রিল থেকে কাউন্টারে রেলের কোনো টিকিট বিক্রি হবে না। কেবল অনলাইনেই মিলবে টিকিট। এমন সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ মার্চ) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেল ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।