ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোরবানি ঈদের আগেই পাঁচ সিটি নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
কোরবানি ঈদের আগেই পাঁচ সিটি নির্বাচন ফাইল ফটো

ঢাকা: নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, কোরবানি ঈদের (ঈদুল আজহা) আগেই পাঁচ সিটি করপোরেশন নির্বাচন করবো। কেননা, এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে মনোনিবেশ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পাঁচ সিটি করপোরেশন (গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল) নির্বাচনের বিষয়ে এ বেগম রাশেদা সুলতানা বলেন, গাজীপুরে নির্বাচনের সিদ্ধান্ত হয়নি। কোরবানির আগেই সব সিটি নির্বাচন শেষ করে দেবো। কোরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে। কেননা, অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আগে হবে তো, আলাদাই হবে। সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত অন্যগুলোর সময় আছে। কিন্তু আমরা এতদূর যাবো না। ২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কোনটা কবে হবে সেটি তফসিলে ঠিক হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।