ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণের অভিযোগে শিবালয়ে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
ধর্ষণের অভিযোগে শিবালয়ে গ্রেফতার ৩

মানিকগঞ্জ: স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেফতাররা হলেন- একই উপজেলার দক্ষিণ তেওতা এলাকার মো. বাতেন খানের ছেলে জামাল বাদশা (১৮), একই এলাকার মো. জুলহাস শেখের ছেলে মো. রাসেল (২২) ও মো. তালেব শেখের ছেলে মো. অভি শেখ (১৬)।  

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, গতকাল তেওতা জমিদারবাড়ী এলাকায় স্কুলছাত্রীকে জামাল কু-প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় মেয়েটিকে ধর্ষণ করেন জামাল। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা মামলা করেন। পরে অভিযান চালিয়ে জামাল গেফতার করা পুলিশ। আর জামালকে সহায়তা করায় রাসেল এবং অভিকেও গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।