ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ড. মোমেনকে জো বাইডেন-এন্টনি ব্লিঙ্কেনের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ড. মোমেনকে জো বাইডেন-এন্টনি ব্লিঙ্কেনের শুভেচ্ছা বাইডেন, মোমেন ও এন্টনি ব্লিঙ্কেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।

মঙ্গলবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পাঠানো শুভেচ্ছা কার্ডে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণী মিসেস সেলিনা মোমেনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন আরেকটি শুভেচ্ছা কার্ডে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার সহধর্মিণী সেলিনা মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।