ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, আটক ৫

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইজিবাইকচালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
বুধবার (২৯ মার্চ) রাতে র‌্যাবের পক্ষ থেকে আটক দু’জনের নাম প্রকাশ করা হয়েছে।

অন্য তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
 
র‌্যাব সিলেটের মিডিয়া কর্মকর্তা আফসান আল আলম জানান, গত রোববার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্ধা গ্রামে ইজিবাইক চালক আয়াত আলীর (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
বুধবার এ ঘটনায় র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল দুজনকে আটক করে। তারা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্ধা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের জমশের আলীর ছেলে ওসমান মিয়া (৩৫)।
 
এ দুজনের কাছ থেকে ইজিবাইকের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়েছে। আটক পাঁচজনকেই শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 
তিনি আরও জানান, আটক ওসমান ভাঙারি ব্যবসায়ী। আয়াত আলীকে হত্যা করে মিঠুন তার ইজিবাইকটি ছিনতাইয়ের পর সেটির যন্ত্রাংশ ওসমানের কাছে বিক্রি করেছিল।
 
র‌্যাব জানায়, আয়াত আলী স্থানীয় এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নিয়ে চালাতেন। গত বৃহস্পতিবার তিনি ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে গত রোববার বিকেলে পুরাসুন্ধা বড়বাড়ি কবরস্থানের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করলে অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা হয়।
 
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।