ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাদির শ্রাদ্ধকর্ম শেষে ফেরা হলো না নাতনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
দাদির শ্রাদ্ধকর্ম শেষে ফেরা হলো না নাতনির

ব্রাহ্মণবাড়িয়া: দাদির শ্রাদ্ধকর্ম শেষে বাড়ি ফেরা হলো না ইতি রানী দাস (১৮) নামের এক তরুণীর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত ইতি রানী দাস জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রামচরণ দাসের মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, ইতি রানী চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) তার দাদির শ্রাদ্ধানুষ্ঠান থাকায় ইতি রানী ও তার খালাতো ভাই পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে নাসিরনগরে বাড়ি ফেরার পথে ধরন্তি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইতির মৃত্যু হয়।

ঘটনা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।