নওগাঁ: নওগাঁয় প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে বারোটা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান।
সভায় সবার সম্মতিক্রমে আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) জেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- বর্নিলভাবে মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের ঐতিহ্য তুলে ধরে চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও সাতদিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যের মেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, ব্যান্ডপার্টি ও নানাধরনের বর্ণিল ব্যানার প্ল্যাকার্ড এবং ফেষ্টুন সংযোজনের মধ্যে দিয়ে শোভাযাত্রাকে আনন্দঘন করে তোলা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
জেডএ