ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাকচাপায় বাইকার নিহত

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
তেঁতুলিয়ায় ট্রাকচাপায় বাইকার নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় তারেক রহমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতু সংলঘ্ন এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, নিহত তারেক বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।  

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তারেক হোসেন বাংলানিউজকে বলেন, ভজনপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বুড়াবুড়ি ফিরছিলেন তারেক। একসময় ভেরসা সেতু পার হলে মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।