ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সালথা উপজেলা চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধানে দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
সালথা উপজেলা চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধানে দুদক

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দাখিলকৃত সম্পদের হিসাবও অনুসন্ধান করা হচ্ছে।

অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত তলব করেছে সংস্থাটি।

সোমবার (১০ এপ্রিল) বিকালে ফরিদপুরের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের দুর্নীতির অনুসন্ধানে নামার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

দুদকের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে।  

জানা গেছে, গত ২০২২ সালের ১৯ ডিসেম্বর ওয়াদুদ মাতুব্বরের নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের জাতীয় পরিচয়পত্র, আয়কর রিটার্ন ও পার্সপোর্টের ফটোকপিসহ ওই বছরের ২৮শে ডিসেম্বর দুদক কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়। পরে সে হাজির হয়ে কাগজপত্র জমা দেন। এ ব্যাপারে অনুসন্ধান চলছে বলে দুদকের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা যায়।  

দুদকের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর ছাড়াও যেখানে যেখানে ওয়াদুদ মাতুব্বরের সম্পদ রয়েছে সবকিছু অনুসন্ধানের আওতায় থাকবে। এছাড়া তার সম্পদ অনুসন্ধানের জন্য বিভিন্ন দফতরে নথিপত্র চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাতসহ অবৈধ সম্পদের অর্জনের একটি অভিযোগ পায় দুদক। সে অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।