ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে নিষিদ্ধ আফ্রিকান মাগুরের এক কোটি পোনা ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
যশোরে নিষিদ্ধ আফ্রিকান মাগুরের এক কোটি পোনা ধ্বংস

যশোর: যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক কোটি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে নিষিদ্ধ এই পোনা উৎপাদন ও মাছ চাষের অভিযোগে দুই হ্যাচারি মালিককে জরিমানা এবং পুকুর মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার যশোর সদর উপজেলার কাজীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৬ যশোর ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।

দণ্ডপ্রাপ্ত দুই হ্যাচারি মালিক যশোর সদর উপজেলার কাজীপুর এলাকার মৃত মফিজ মিস্ত্রির মেয়ে রাহেলা খাতুন ও আকবর আলী মেয়ে সাহিনা খাতুনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, একই এলাকার পুকুর মালিক মৃত সাখাওয়াতের ছেলে সালাম হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।  
  
উপজেলা প্রশাসন ও র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সদর উপজেলার কাজীপুর এলাকার বিভিন্ন জাতের মাছের রেনু ও পোনা উৎপাদনের আড়ালে অবৈধ  আফ্রিকান মাগুর মাছের রেনু ও পোনা উৎপাদন করা হচ্ছে। অন্যদিকে একইএলাকার আর এক পুকুরে মাছ চাষের আড়ালে অবৈধ আফ্রিকান মাগুর মাছ মজুদ করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালালে অভিযোগের সত্যতা মেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ৮০ লাখ রেনু পোনা ও এক লাখ ছোট পোনা মজুদের দায়ে দুই হ্যাচারি মালিককে এক হাজার টাকা করে অর্থদণ্ড এবং ২৮০ কেজি বড় মাছ মজুদের দায়ে পুকুর মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ জানান, ২০১৪ সাল থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কারণ এ মাছ চাষের ফলে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। কোনোভাবে যদি পুকুর বা অবরুদ্ধ জলাশয় থেকে এ মাছ নদীতে বা মুক্ত জলাশয়ে চলে আসে তাহলে বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য মহা বিপর্যয় ডেকে আনতে পারে।

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজাসহ প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
ইউজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।