ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে

ঢাকা: রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন আরও ছড়িয়ে পড়ছে।

শনিবার (১৫ এপ্রিল) নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু গণমাধ্যমকে জানিয়েছেন, ওই মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। একইসঙ্গে আগুন নেভাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

সাংবাদিকদের দেখেই এক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, গতকাল (শুক্রবার) খুব ভালো বিক্রি হয়েছে। কিন্তু আজ আগুনে সব শেষ হয়ে গেলো। যা লাভ হয়েছে, তার বেশি ক্ষতি হয়ে গেলো।

আরেক ব্যবসায়ী বলেন, রাত ৩টা পর্যন্ত দোকান খোলা রেখেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। মালের সঙ্গে টাকাও গেলো।

বাংলাদেশ সময়: ০৮৫৩, এপ্রিল ১৫, ২০২৩
এনবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।