ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাবার খেতে বের হয়ে আর ফেরা হলো না ইয়াসমিনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
খাবার খেতে বের হয়ে আর ফেরা হলো না ইয়াসমিনের

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইয়াসমিন (২৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে তারাশিমা অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানার ওই কর্মী নিহত হন।

নিহত ইয়াসমিন সাটুরিয়া উপজেলার চরভাটারা এলাকার মোখলেস বেপারীর মেয়ে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুপুরের খাবারের বিরতি সময় অফিস থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় রোজিনা পরিবহনের চাপায় তারাসীমা অ্যাপারেলস লিমিটেডের কর্মী ইয়াসমিন নিহত হন। ঘাতক রোজিনা পরিবহনের বাসটিকে ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর থেকে জব্দ করা হয়। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ইয়াসমিনের মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।