ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে শিশু অপহরণের চার ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণকারী আব্দুল আজিজকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (১৭ এপ্রিল) রাতে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা এলাকা থেকে শিফা (৩) নামে এক শিশু নিখোঁজ হয়। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটির অভিভাবকের কাছে ফোনে শিফাকে অপহরণ করা হয়েছে জানিয়ে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এমন অভিযোগ পাওয়া মাত্রই শিশুটিকে উদ্ধারে গোয়েন্দা নজরদারী শুরু করে র‌্যাব। রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়। পরে উত্তরা থানা এলাকা থেকে শিশু শিফাকে উদ্ধার করে অপহরণকারী আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়।

ফজলুল বলেন, শিশুটির বাড়িতে পড়ানোর সুবাদে তাদের বাসায় আসা-যাওয়া ছিল আজিজের। আর্থিক লোভে শিশুটিকে অপহরণ করেন আজিজ।

তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আজিজকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।