ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আগুনে পুড়ে গেল দুই ভাইয়ের বসতঘর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, এপ্রিল ১৯, ২০২৩
আগুনে পুড়ে গেল দুই ভাইয়ের বসতঘর 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আগুনে রিকশাচালক ও কাঠমিস্ত্রী দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তাদের আরও দুই ভাইয়ের বসতঘরের আংশিক পুড়েছে।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় জাহিদ হোসেন নামে এক যুবক আহত হয়েছে বলে জানায় স্থানীয় লোকজন।  

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, পশ্চিম লতিফপুর গ্রামের সায়েদুল হকের ছেলে রিকশাচালক হুমায়ুন কবির ও কাঠমিস্ত্রি রিয়াজ হোসেন। আংশিক পুড়ে যাওয়া ঘরেগুলোর মালিক বেল্লাল হোসেন, জিন্নুর হোসেন।

অগ্নিকাণ্ডের সময় বসতঘরে থাকা নগদ এক লাখ পনের হাজার টাকাও পুড়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের। সব মিলিয়ে তাদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে রিকশাচালক হুমায়ন কবিরের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রিয়াজ হোসেনের ঘরসহ দুই ঘর পুড়ে ছাই হয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) রঞ্জিত কুমার সাহা বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।