ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২০ ভরি স্বর্ণ-ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
টেকনাফে ২০ ভরি স্বর্ণ-ইয়াবাসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী মো. ইদ্রিসের ঘরে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরির বেশি স্বর্ণ ও নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও সহযোগী কাশেমকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের লেজিরপাড়ায় এ অভিযান চালান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে লেজিরপাড়ায় আত্মসমর্পণকারী ইয়াবাকারবারি ইদ্রিসের ঘরে এ অভিযান চালানো হয়। ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় কাশেম নামের একজনকে।

ওসি জানিয়েছেন, ইয়াবার প্রকৃত মালিক ইদ্রিস, তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবাকারবারিদের একজন। আত্মসমর্পণের পরেও তার নেতৃত্বে মাদক ব্যবসা পরিচালনা হয়ে আসছে। এর মধ্যে ২৩ নভেম্বর আদালতের লঘু সাজার কারণে মামলাও শেষ হয়েছে। এরপর থেকে আরও পুরোদমে মাদক ব্যবসা করে আসছে। এ ব্যাপারে মামলার দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।