ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের দিন বরিশালে হালকা বৃষ্টির সম্ভাবনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ঈদের দিন বরিশালে হালকা বৃষ্টির সম্ভাবনা

বরিশাল: শনিবার (২২ এপ্রিল) সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এদিন বরিশালের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন না ঘটলেও দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভবনার কথা বলছে স্থানীয় আবহাওয়া অফিস।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান বলেন, ঈদের আগের দিন অর্থাৎ শুক্রবার (২১ এপ্রিল) বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে শনিবার (২১ এপ্রিল) আবহাওয়া বা তাপমাত্রা তেমন একটা পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে এদিনে দুপুরের পর হালাকা বৃষ্টিপাত হতে পারে বরিশালে।

তিনি বলেন, আগামী ২৪ এপ্রিলের পর তাপমাত্রা আবারও বাড়ার সম্ভবনা রয়েছে।

এদিকে বরিশালে এবার সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চলতি সপ্তাহে। তারপরও সপ্তাহ জুড়ে টানা গরমে বিশেষ করে শ্রমজীবী আর যারা ঈদবাজার করতে এসেছে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদকে ঘিরে বরিশালে প্রথম দিকে কম হলেও, বর্তমানে পুরোদমে জমেছে শেষ মুহূর্তের বিক্রি। গত বৃহস্পতিবার রাত থেকে ক্রেতারা সাধ্য ও পছন্দ অনুযায়ী জামা-কাপড় কিনছেন।

শেষ মুহূর্তে শুক্রবার (২১ এপ্রিল) দিনভর বরিশাল নগরের হাজী মো. মহসিন মার্কেট, গীর্জা মহল্লা, চকবাজার, বাজার রোডের বিভিন্ন দোকানগুলোতে ভিড় জমেছে ক্রেতাদের।  

ক্রেতারা জানান, ঈদের ছুটি থাকায় পরিবার নিয়ে শেষ মুহূর্তে সবার জন্য পছন্দের জামা-কাপড় কিনছেন তারা। দাম নিয়ে অভিযোগ থাকলেও সবার চোখে মুখে যেন হাসির ঝিলিক।

জানা গেছে, গরমে ছেলেদের টি-শার্ট,  পাঞ্জাবি আর মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে নায়রা, সারারা, গারারা গাউন, থ্রি-পিসসহ সুতির শাড়ি।

এবার ঈদে গোটা বরিশালে কয়েকশত কোটি টাকার বেচাবিক্রি হবে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি শেখ আব্দুর রহমান।

প্রসঙ্গত, বরিশাল নগরে ছোট বড় মিলিয়ে প্রায় হাজার খানেক জামা-কাপড়ের দোকান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।