ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে বাবুল ভূইয়া (৫০)  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

বাবুল ভূইয়া বিটঘর দক্ষিণপাড়া মৃত শহিদ ভূইয়ার বড় ছেলে।

শিবপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শেখ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে ধান কাটতে বিলে যান বাবুল। হঠাৎ ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাবুল মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।