ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদশুভেচ্ছা বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদশুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফের ঈদশুভেচ্ছা বিনিময়

দিনাজপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।  

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা।

 

এ সময় বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় দুই বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিজিবি ও বিএসএফ সদস্যরা জানান, দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। এতে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীদের মধ্যে সৌহাদ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বেড়ে যায়। এজন্যই হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ ধরনের রেওয়াজ চলে আসছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২২,২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।