ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিগারেট থেকে স’মিলে আগুন, ধারণা ফায়ার সার্ভিসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
সিগারেট থেকে স’মিলে আগুন, ধারণা ফায়ার সার্ভিসের

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায়  স’মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায নিউ নকশী স’মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।

জ্বলন্ত সিগারেট থেকে এ আগুন লাগে বলে ধারণা ফায়ার সার্ভিসের।  

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ সহকারী পরিচালক মো: আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করি। এসময় আমাদের ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, যেহতু  স’মিলে কাঠের অনেক গুঁড়ি ছিলো। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিলো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ধারণা করছি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখন বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৮ , ২০২৩
এসএফ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।