ফেনী: জেলার পরশুরাম উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ২৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) ভোরে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পরশুরাম থানা পুলিশের একটি দল।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৩ জুন রাতে স্ত্রী আনোয়ারা বেগমকে ঘরের মধ্যে গলা কেটে হত্যা করেন মোহাম্মদ ইব্রাহিম। এ ঘটনায় আনোয়ারার চাচা পরশুরাম মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তখন ইব্রাহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তিনি উচ্চ আদালতের আদেশে জামিনে ছাড়া পেয়ে আবার পলাতক হয়ে যান।
তার অনুপস্থিতিতে ১৯৯৯ সালের ২ নভেম্বর তৎকালীন ফেনী জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার এড়াতে পলাতক আসামি মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকতেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভোরে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএইচডি/এসআইএ