ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ২, ২০২৩
নাজিরপুরে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষক নিহত  মুফতি মো. মাহমুদুল হাসান

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মুফতি মো. মাহমুদুল হাসান (৩০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী আলী হোসাইন (৩১) নামে আরেক শিক্ষক।

ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত
চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (০২ মে) পিরোজপুর-পাটগাতি সড়কের নাজিরপুর উপজেলার শাখাঁরীকাঠি ইউনিয়নের নতুন রাস্তার মহাসন মাস্টারের দোকানের সামনের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি মাহমুদুল হাসান নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী
ইউনিয়নের কাটাবুনিয়া কওমি মাদরাসার প্রধান শিক্ষক ও দেউলবাড়ি ইউনিয়নের শামসুল হকের ছেলে। গুরুতর আহত আলী হোসাইন একই মাদরাসার শিক্ষক এবং মাদারীপুর জেলার আব্দুল আলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সোহেল গাজী জানান, সকাল ৯টার দিকে ওই রাস্তার দক্ষিণ দিক থেকে মোটরসাইকেলে করে দুই হুজুর
টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক দিয়ে আসা ‘সুন্দরবন
কুরিয়ার সার্ভিস’ ও একটি কাভার্ডভ্যানের (ঢাকা মোট্রো উ ১৪-২৩৫২)
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাহামুদুল হাসানের মৃত্যু হয় এবং অপর আরোহী আলী হোসাইন গুরুতর আহত হন।  

তিনি আরও জানান, এ সময় কাভার্ডভ্যানের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় চোয়ারম্যানের মাধ্যমে নাজিরপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

নিহতের ভাই ও ওই মাদরাসার শিক্ষক হাফেজ হোসাইন আহম্মেদ জানান, সকালে মোটরসাইকেলে করে মাদরাসার ছাত্রদের জন্য কিতাব (বই) কেনার জন্য টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা কওমি মাদরাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপান্বিত দেবনাথ জানান,
সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মাদরাসা শিক্ষককে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামায়ুন কবির
বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।  
এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এদিকে ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।