ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ৩, ২০২৩
চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে আবুল বাশার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 
 
নিহত আবুল বাশার উপজেলার পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মঞ্জুর আহমেদের ছেলে। অন্যদিকে, ভাতিজা অভিযুক্ত রাফি একই বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, আবুল বাশারের সঙ্গে দীর্ঘদিন যাবত একই বাড়ির ফয়েজ উল্লাহর (৪৫) জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

বুধবার (৩ মে) দুপুরের দিকে আবুল বাশার বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিলেন। ওই সময় পূর্ব বিরোধের জেরে একই বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. রাফির নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা চালায়। এসময় রাফি কাঠের লাঠি দিয়ে আবুল বাশারের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।  

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।