ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খানসামায় ৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ৩, ২০২৩
খানসামায় ৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।

এ সময় প্রত্যেক ভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের এসএইচবি ব্রিক্স, আমতলী এলাকার তামিম ব্রিক্স ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এসএনএস ব্রিক্স।

এ সময় খানসামা থানার পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বাংলানিউজকে জানান, যেসব ইটভাটার কাগজপত্র নেই সেসব ভাটাগুলো বন্ধে উচ্চ আদালতের নির্দেশ আছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজকে তিনটি ইটভাটর কাগজপত্র না থাকায় প্রত্যেক ভাটার মালিককে ১ লাখ করে জরিমানা করা হয়েছে। আগামীতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।