ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেট্রাপোলে ঢাকা থেকে যাওয়া বাসে মিলল ৭ কেজি সোনা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ৯, ২০২৩
পেট্রাপোলে ঢাকা থেকে যাওয়া বাসে মিলল ৭ কেজি সোনা প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ঢাকা থেকে কলকাতাগামী রয়েল মৈত্রী বাস থেকে ৫১টি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যার ওজন সাত কেজি।

এসময় বাসের চালক মোস্তফা ও সুপারভাইজার আবুল হাসানকে আটক করা হয়েছে।  

সোমবার (৮ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।  

বিএসএফ সূত্রে জানা যায়, ঢাকা-কলকাতা রুটের রয়েল মৈত্রী বাসে করে ঢাকা থেকে কলকাতায় বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হবে বলে খবর ছিল বিএসফের কাছে। এর ভিত্তিতে সন্ধ্যায় বাংলাদেশ থেকে পেট্রাপোল পৌঁছালে রয়েল মৈত্রী বাসটিতে তল্লাশি চালায় বিএসএফ। এসময় বাসের ইঞ্জিন কাভারের মধ্যে থেকে ৫১টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসচালক মোস্তফা ও সুপারভাইজার আবুল হাসানকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।