ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় হরিণ ধরা ফাঁদসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
পাথরঘাটায় হরিণ ধরা ফাঁদসহ আটক ১ প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার পর্যটনকেন্দ্র হরিণঘাটা থেকে হরিণ ধরা ফাঁদসহ মনির হোসেন (৩৩) নামে একজনকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে হরিণঘাটা বন থেকে তাকে আটক করা হয়।

 

আটক মনিরের বাবার নাম নুরুল ইসলাম হাওলাদার। তিনি পাথরঘাটার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে শ্বশুর বাড়িতে থাকেন।

হরিণঘাটা বিটের বিট কর্মকর্তা আল-আমিন জানান, হরিণঘাটা বনে হরিণ ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ফাঁদসহ মনিরকে আটক করা হয়। মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।