ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

বরিশাল: বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৩ মে) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এলাকার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে আসা গুনগুন নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল কালামকে আটক করা হয়।

আটক মো. আবুল কালাম (৫১) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন এলাকার লাল মিয়ার ছেলে এবং ওই বাসের যাত্রী।

এ ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

অপরদিকে, বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড কাজিপাড়ায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব মহিষ খালিয়া পাড়া এলাকার জামাল হোসাইনের ছেলে জামসেদ হোসাইন (১৭) কে আটক করা হয়।

তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।