ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় মিলল মাজার ভক্তের মরদেহ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
মেঘনায় মিলল মাজার ভক্তের মরদেহ! ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে মেঘনা নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।  

রোববার বেলা ১১টায় মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের উত্তর চর ভাসানিয়া গ্রামের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, সকালে উত্তর চর ভাসানিয়া গ্রামের মেঘনা নদীর তীরে একজন ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা ভাঙ্গারচর নৌ পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা মরদেহ দেখে কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।

ভাঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, মরদেহের মুখমণ্ডল একেবারে ফুলে গেছে। মাথার লম্বা লম্বা চুল আর হাতের চুড়ি দেখে ব্যক্তিটিকে মাজার ভক্ত বলে মনে হচ্ছে। আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাব। আর মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ধারে আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।