ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৪ আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ফতুল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৪ আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

 

চার আসামির সবাই পলাতক থাকায় আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামি হলেন- আলি (২১), ইলিয়াস (২৩), ফারুক (২০), ও আমির (২২)।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটারীপুল রহমান ডাইংয়ের পাশে ওই ধর্ষণে ঘটনা ঘটে। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ (২৩ মে) চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। তবে আসামিরা সবাই পলাতক।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।