ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জুরাইনে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, পরিচিতের দাবি আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
জুরাইনে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, পরিচিতের দাবি আত্মহত্যা

ঢাকা: রাজধানীর জুরাইনের একটি বাসায় মুন্নি আক্তার (২৬) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হাসপাতালে তার স্বামী হিসেবে পরিচয় দিয়ে রুবেল নামে এক যুবক দাবি করেন মুন্নি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় মুন্নিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. রুবেল নামে এক যুবক দাবি করেন, দেড় বছর আগে প্রেমের সম্পর্কে মুন্নিকে বিয়ে করেছেন। তবে মুন্নির দ্বিতীয় বিয়ে এটি। বিয়ের পর থেকে জুরাইন আলম মার্কেট সংলগ্ন মদিনা মসজিদ গলির ৩ তলা একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। মুন্নি আগে পোশাক তৈরি কারখানায় কাজ করলেও গত ২০ দিন আগে তাকে কাজ ছাড়তে বলেন রুবেল। আর রুবেলও পেশায় তেমন কিছুই করেন না।

তিনি দাবি করেন, বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়ার সঙ্গে মুন্নির ঝগড়া হয়। সেজন্য তিনি মুন্নিকে বকাঝকা করে বাসায় রেখে বাইরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। তখন দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নামিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক মুন্নিকে মৃত ঘোষণা করেন।

এদিকে রুবেল নিজেকে মুন্নির স্বামী দাবি করলেও শ্বশুরের নাম, মুন্নির গ্রামের বাড়ির ঠিকানা জানাতে পারেননি। তবে নিজের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর গ্রামে বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করলেও জিজ্ঞাসাবাদের জন্য রুবেলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ২৩ ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।