ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মে ২৬, ২০২৩
জয়পুরহাটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাট: জয়পুরহাটে পুলিশ সুপার প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের দাবাড়ুরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, ফারজানা হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা চেম্বারের সাবেক সভাপতি হাকিম মণ্ডল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব নন্দলাল পার্শী ও প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু।

বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু বলেন, দেশব্যাপী দাবার জাগরণ তৈরি এবং প্রতিভাবান দাবাড়ু খুঁজে বের করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পতাকা সমুন্নত করতে এ টুর্নামেন্টে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে।

আয়োজক কমিটির সভাপতি ও জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, আগামী দিনগুলোতেও বুদ্ধিবৃত্তিক চর্চায় জয়পুরহাটে আন্তর্জাতিক মানের আরো বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।