ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার খুলনা আসছেন সোমবার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২৮, ২০২৩
প্রধান নির্বাচন কমিশনার খুলনা আসছেন সোমবার  প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল: ফাইল ফটো

খুলনা: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনদিনের সফরে আগামীকাল সোমবার  (২৯ মে) খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ৩০ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ৩১ মে সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।