ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রীবেশে বাসে তিন ছিনতাইকারী, দুইজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
যাত্রীবেশে বাসে তিন ছিনতাইকারী, দুইজন আটক

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বাস থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সোমবার (২৯ মে) সকালে হাইওয়ে পুলিশ তাদের দাউদকান্দি থানায় হস্তান্তর করেছে।

 

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রোববার রাতে ঢাকা থেকে হোমনাগামী (ঢাকা মেট্রো-জ ১১-০৩১২) বাসে মদনপুর থেকে যাত্রীবেশে তিন যুবক ওঠেন। তারা বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়। ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিনকে (৩১) আটক করে। অপর আসামি মোহাম্মদ শিশির (৩৫) গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।  

  ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে আটক আসামিদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি মডেল থানায় সোপর্দ করা।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মে ২৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।