ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সভা

নেত্রকোনা: বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘এসবিসি’ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে সভাটি করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খালিয়াজুরীর অ্যাকাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক তারা প্রসন্ন দেব রায় ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ সভার সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বীর উপজেলা সুপারভাইজার মহসিন মিয়া।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।