ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামপালে তক্ষকসহ আটক ৪ জনের ৬ মাসের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
রামপালে তক্ষকসহ আটক ৪ জনের ৬ মাসের সাজা

বাগেরহাট: বাগেরহাটের রামপালে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (৩১ মে) দুপুরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দণ্ড দেন।  

এর আগে মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে রামপাল উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে তক্ষকসহ ওই চারজনকে আটক করে পুলিশ।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনা জেলার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের ছেলে আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের ছেলে মো. সাগর (২৫), দাকোপ উপজেলার আচাভুয়া গ্রামের বিভাষ মণ্ডলের ছেলে দেবাশীষ মণ্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৫)। আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ৩১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।