ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ৪ অনলাইন জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুন ১, ২০২৩
বোয়ালমারীতে ৪ অনলাইন জুয়াড়ি আটক

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে চার অনলাইন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

আটকদের বৃহস্পতিবার (১ জুন) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে, বুধবার (৩১ মে) দিনগত রাত ৩টার দিকে উপজেলার ছোলনা এলাকার একটি বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- জেলার বোয়ালমারী উপজেলার রায়পুর গ্রামের আব্দুল আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৫), একই গ্রামের সিরাজুল ইসলাম মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও একই উপজেলার ছোলনা গ্রামের মৃত সালাম মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (২৮) এবং দক্ষিণ কামারগ্রাম এলাকার জনাব আলী মোল্যার ছেলে বকুল মোল্যা (২৯)।

আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতোয়ালি জোন) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকরা  মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিনগত রাতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের শেষে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।