ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়-প্রকৃতি রক্ষার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
পাহাড়-প্রকৃতি রক্ষার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন পাহাড়-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন।

খাগড়াছড়ি: নির্বিচারে পাহাড় কাটা বন্ধ করা, নদী-ছড়া, পুকুর-জলাশয় রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য অক্ষুণ্ন রাখার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৪ জুন) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক খাগড়াছড়ি জেলা শাখা।



সুজনের জেলা সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নির্মল কান্তি দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, নারী অধিকার নেত্রী লালসা চাকমা, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, সাংবাদিক আজিম উল হক ও অপু দত্ত।

বক্তারা সাম্প্রতিককালে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে নির্বিচারে পাহাড় কাটাসহ প্রকৃতি ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।  

তারা প্রশাসনকে পরিবেশ-প্রতিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।