ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড, ১০ বছর পর আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড, ১০ বছর পর আসামি গ্রেপ্তার গ্রেপ্তার আবু মুছা

ফেনী: ফেনী জেলার সোনাগাজী থানার অস্ত্র মামলায় ১৭ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবু মুছাকে (পিচ্চি মনছুর) দীর্ঘ ১০ বছর পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০৬ জুন) রাতে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ ফেনীর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বুধবার (০৭জুন) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রামের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।