ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুন ৯, ২০২৩
গাইবান্ধায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

গাইবান্ধা: গাইবান্ধায় মারামারির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জুন) বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে বাঁশহাটি থেকে তাদের আটক করা হয়।

আটক কিশোরদের বাড়ি গাইবান্ধা পৌর শহর ও আশেপাশের এলাকায়।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্টেশন চত্ত্বরের বাঁশহাটিতে হাতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুইটি গ্রুপ মারামারির প্রস্তুতি নেয়। এ সময় উভয় গ্রুপের ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাতে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ওই ১৬ সদস্যকে অস্ত্রসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। ওই কিশোরদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।