ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজিবি-বিএসএফ ডিজি সম্মেলন: বাংলাদেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ১০, ২০২৩
বিজিবি-বিএসএফ ডিজি সম্মেলন: বাংলাদেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ে ৫৩তম সীমান্ত সম্মেলন ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিদল সেখানে পৌঁছেছেন।

শনিবার (১০ জুন) দুপুরে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে বিএসএফ মহাপরিচালক ড. সুজয় লাল থাওসেন বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

শনিবার (১০ জুন) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

রোববার (১১ জুন) সকালে নয়াদিল্লীর বিএসএফ চাওলা ক্যাম্পে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সম্মেলনে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নেবেন।

আগামী ১৪ জুন সকালে ‘যৌথ আলোচনার দলিল (Joint Records of Discussion-JRD)’ স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সম্মেলন শেষে ওই দিনই বিজিবি প্রতিনিধিদলটি দেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।