ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৪৭ সে.মি.

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, জুন ১৮, ২০২৩
২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৪৭ সে.মি. প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৪ ঘণ্টায় ৪৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।  

রোববার (১৮ জুন) দুপুর সোয়া ১২টার দিকে যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্তর পরিমাপক ফারুক হোসেন।

 

তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত দু’তিনদিন ধরেই নদীতে পানি বাড়ছে। এই পানি চলতি সপ্তাহে আরও বাড়বে। গত ২৪ ঘণ্টায় ৪৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩.৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

শিবালয় উপজেলার যমুনা পয়েন্টের বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৮.৫৩ সেন্টিমিটার।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।