ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে  দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
সৈয়দপুরে  দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।  

অভিযানে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ মারুফ সেন্ট হাউজে অতিরক্ত দামে মসলা বিক্রি, ক্রয় ও বিক্রয়মূল্যের রশিদ না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া বঙ্গবন্ধু সড়কস্থ বিসিক শিল্পনগরীর পাশে অবস্থিত কাঁচা লঙ্কা নামে এক রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস ও কৃত্রিম রং ব্যবহার এবং বাসি খাবার সংরক্ষণের অপরাধে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলবে বলে জানিয়েছেন শামসুল আলম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।