ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উন্নয়নের মূল ধারার বাতিঘর শেখ হাসিনা: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
উন্নয়নের মূল ধারার বাতিঘর শেখ হাসিনা: শিক্ষামন্ত্রী

চাঁদপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনা হলেন উন্নয়নের মূল ধারার বাতিঘর। শেখ হাসিনার কাজের যে বিশালত্ব, যে গভীরতা, তার কাজের যে বিশ্বময়তা, যে সুদূরপ্রসারী প্রভাব এবং ইতিহাসের ওপর তার যে প্রভাব, তা দিয়ে আজকে শেখ হাসিনা আর বাংলাদেশ একাকার হয়ে গেছে।

শেখ হাসিনা এবং উন্নয়ন একাকার হয়ে গেছে।

শুক্রবার (৩০ জুন) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর যুগপূর্তি মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা তার কাজের বিশালতায় নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। দেশে আজ কোনো কিছুতে ঘাটতি নেই। আমাদের এই দেশটি যেভাবে উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান।
সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আ ন ম শামীম হাসান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক নাছরিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আমন্ত্রিত সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।